টেকনাফে পুলিশের মাদক বিরোধী অভিযানে নিহত-১

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফে পুলিশের মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে অর্ধ ডজন মামলার আসামী ও মাদক কারবারী এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এসময় পুলিশের ৩জন সদস্য আহত হয়েছে।

জানা যায়,২১জুলাই (রবিবার) রাতের প্রথম প্রহরে টেকনাফ মডেল থানার একদল পুলিশের হাতে আটক উপজেলার হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত আনু মিয়ার পুত্র মোঃ হোছন (৩৯)কে নিয়ে শিয়াইল্যা পাহাড়ে মাদক উদ্ধার অভিযানে গেলে মাদক কারবারী গ্রুপের স্বশস্ত্র সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশের এএসআই অহিদ উল্লাহ, কনস্টেবল সজিব সরকার ও মনির হোসেন আহত হয়। পুলিশও সরকারী সম্পদ এবং জান রক্ষার্থে পাল্টা ৩৮ রাউন্ড গুলিবর্ষণ করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে ২টি অস্ত্র, ৯ রাউন্ড তাজা কার্তুজ, ১২রাউন্ড কার্তুজের খালি খোসা ও ২হাজার ইয়াবাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

সেখানে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা এবং গুলিবিদ্ধ হোছনকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়। কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

এই অভিযানের ব্যাপারে থানা পুলিশের অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান,পুলিশের মাদক উদ্ধার অভিযানে নিহত হোছন মাদক কারবারী। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে। ঘটনা তদন্ত স্বাপেক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।