গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ মহিলাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ২১ অক্টোবর ভোররাতে টেকনাফ মডেল থানার নবাগত অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ পুলিশ ফোর্স নিয়ে উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়ায় ইয়াবা কারবারীদের বসত-বাড়িতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়াউর রহমানের স্ত্রী রুজিনা আক্তার (২২), নুরুল ইসলামের স্ত্রী নুরু বেগম (৫০) ও আব্দুর রহমানের স্ত্রী ইসমত আরা (২০) কে আটক করে। আটককৃতদের সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
এই ব্যাপারে নবাগত অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, যতই মুখোশের আড়ালে থাকুক না কেন মাদক কারবারীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।