টেকনাফে পাহাড়ে ঝুকিপূর্ণ ১৯ বসতি উচ্ছেদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সামী জাবেদ, টেকনাফ : টেকনাফ পাহাড়ে বসবাসকারী ১৯টি ঝুকিপূর্ণ ১৯টি বসতি উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকার পাহাড় থেকে এসব অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা হয়।

টেকনাফ ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান,
বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ুন কবিরের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল হাসানের সহযোগিতা ও সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুরের উপস্থিতিতে পুলিশ, বন বিভাগ ও সিপিজি সদস্য সহ টেকনাফ বিটের পুরান পল্লান পাড়ায় পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে উ‌চ্ছেদ অ‌ভিযা‌ন পরিচালনা করা হয়।
583DC67D 5A88 4AAC B0A5 315EA05CA057 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এছাড়া উপজেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়।