আজিজ উল্লাহ : টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবার বিশাল চালান উদ্ধার করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
জানা যায়,১৩জুলাই রাত পৌনে ১২ টার সময়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদের নেতৃত্বে কচ্ছপিয়া ফিনিক্স ভাঙা এলাকার মসজিদের পশ্চিম পাশে এলজিইডি রোডের উপর থেকে চালান করার সময় অভিযান চালিয়ে স্থানীয় কচ্ছপিয়া এলাকার রশিদ আহমেদের ছেলে মোঃ ইউনুস (৩৬)কে ৬০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
আটকের পর মাদক কারবারি আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন ইন্সপেক্টর নুর মোহাম্মদ।