বিশেষ প্রতিনিধি : টেকনাফে পাওনা টাকা চাইতে গিয়ে আব্দুল করিম (২৫) নামের এক যুবক খুন হয়েছে। সে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকার সাবের আহমদ এর ছেলে।
বুধবার (২০) অক্টোবর রাত ১০টার দিকে বড়ইতলী এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে নিহত করিম একই এলাকার মো: সালাম উরুফে লেশুর ছেলে নূর মোহাম্মদের কাছে পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নুর মোহাম্মদ তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক করিমকে মৃত ঘোষনা করেন। তাদের দুজনের মধ্যে মাদকের লেনদেন নাকি আদম ঘাটের লেনদেন ছিল তা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে।
ওসি হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
