বিশেষ প্রতিবেদক : টেকনাফে পাওনা টাকার জেরধরে এক বন্ধুর গুলিতে রক্তাক্ত অপর বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
জানা যায়, ২৯ মার্চ সন্ধ্যা ৭টারদিকে টেকনাফ উপজেলার সদর ইউপির নাজির পাড়ার জাগির হোসেনের পুত্র নাজিম উদ্দিন (৩২) কয়েক সঙ্গী নিয়ে তার বন্ধু মৃত আব্দুল খালেকের পুত্র জোবাইর (৩০) এর বাড়ির সামনে গিয়ে ডেকে বাড়ি থেকে বের করে মাথায় গুলি করে পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,জোবাইর ও নেজাম উদ্দিন উভয়ে বন্ধু। তবে কি কারনে এঘটনা তা জানাতে পারেননি।
এসময় গুলিবিদ্ধ জোবাইরের শোর-চিৎকারে পার্শ্ববর্তী আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার প্রেরণ করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মতে,গত ২দিন আগে নাজির পাড়ার নজুমুদ্দিনের সঙ্গে জোবায়েরের মধ্যে টাকার লেনদেন নিয়ে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। হয়তো এই ঘটনার রেশ ধরে এই ঘটনা ঘটে। তবে তাদের দুই বন্ধুর মধ্যে কিসের লেন-দেন ছিল তা স্পষ্টভাবে জানা যায়নি।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সাখাওয়াত হোসেন মিঠু জানান, সন্ধ্যার পরে গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। তার কপালের বাম পাশে গুলি লাগে। রিভলবার জাতীয় কিছু দিয়ে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। গুলিবিদ্ধ যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে’। রাতে কক্সবাজারে নিয়ে গেলে জোবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, এবিষয়ে পুলিশের একটি টিম কাজ করছে।