নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া এলাকায় নিখোঁজের ৩দিন পর মাদরাসা পড়–য়া ছাত্র আবদুল আজিজ (১২) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাত ৮টায় কচ্চপিয়াস্থ মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন সৈকতের ঝোপ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সে টেশনাফের মুহাম্মদিয়া এবতেদায়ী দাখিল মাদরাসার ৪র্থ শ্রেণীর ছাত্র।
নিহত শিশু আবদুল আজিজের পিতা ফরিদ মিয়া জানান, ৪ নভেম্বর দুপুরে তার শিশু পুত্র আবদুল আজিজ পাশের দোকানে নাস্তার জন্য যায়। সেখানে একই এলাকার ছৈয়দ হামজার ছেলে আবদুল্লাহ তার পুত্র আবদুল আজিজকে জরুরী কথা আছে বলে দেখা করতে বলে। ছেলে বাড়ীতে নাস্তা রেখে সরল বিশ্বাসে তার সাথে দেখা করতে গিয়ে আর ফিরে আসেনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করলেও ছেলেকে জীবিত ফেরত পায়নি।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, আবদুল আজিজ নিখোঁজের পর তার পিতা ফরিদ মিয়া বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করে। স্থানিয়দের দেয়া খবরে পুলিশ কচ্চপিয়াস্থ মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন সৈকতের ঝোপ থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
