টেকনাফে নাফনদী হতে ২লাখ ১০হাজার ই*য়া*বা উদ্ধার

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

ফরিদুল আলম : টেকনাফে সাবরাং সংলগ্ন নাফনদীতে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ২টি বস্তায় ২লাখ ১০হাজার পিস ইয়াবা জব্দ করেছে।

সুত্র জানায়,১৬জানুয়ারী ভোররাত সোয়া ২টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি ষ্টেশন টেকনাফ এর আভিযানিক দল সাবরাং সংলগ্ন নাফনদীতে টহল দেওয়ার সময় মিয়ানমার সীমান্ত হতে একটি সন্দেহজনক ডিঙ্গি নৌকা বাংলাদেশ সীমান্তে আসতে দেখে। কোস্টগার্ড সদস্যরা নৌকাটি থামার জন্য সংকেত দেয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা নৌকা থেকে ২টি হলুদ রংয়ের প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে নৌকাটি মায়ানমার সীমানায় পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা পানি থেকে বস্তা ২টি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ২লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান জানান,জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###