টেকনাফে নাতির হাতে নানী খু-নে-র অভিযোগ

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ মাস আগে

খান মাহমুদ : টেকনাফে স্বর্ণের চেইনের লোভে ৭০ বছর বয়সী জাহেরা নামের এক বৃদ্ধ মহিলাকে হত্যার অভিযোগ উঠেছে মামুন নামের এক যুবকের বিরুদ্ধে। নিহত বৃদ্ধা সাবরাং ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাব্বির আহমদের মা। অভিযুক্ত মামুন সাবরাং ইউনিয়নের রুহুল্ল্যার ডেবা এলাকার হোসেন আহমদের ছেলে এবং নিহতের নাতি। এই ঘটনায় অভিযুক্ত মামুনের স্ত্রীসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টারদিকে স্থানীয়দের সহায়তায় সাবরাং রুহুল্ল্যার ডেবা এলাকার বাড়ির পাশের একটি নালা থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক আহমদ অভিযুক্ত মামুনের স্ত্রীর বরাত দিয়ে জানান, মামুন এলাকার চিহ্নিত বখাটে। নিহতের গলায় থাকা স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধা মহিলাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

নিহতের পরিবার জানায়, সোমবার বিকালে জাহেরা ঘর থেকে বাহির হয়ে আর ফিরেনি। সন্ধ্যা থেকে খোঁজাখুজি শুরু হলে রাত ১০টার দিকে বাড়ির পাশে নালায় বস্তাবন্দি মৃত অবস্থায় পাওয়া যায়। এসময় তার গলায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইনটি পাওয়া যায়নি। মূলত চেইনটি কেড়ে নিয়েই তাকে হত্যা করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ওসমান গনি জানান, মরদেহ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করে এই ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে পুলিশের গোয়েন্দা টিম মাঠে কাজ করছে।