Monday, August 8, 2022
Homeটপ নিউজটেকনাফে দুস্থদের মাঝে ঢেউটিন,নগদ চেক বিতরণ করলেন এমপি বদি ও উপজেলা চেয়ারম্যান

টেকনাফে দুস্থদের মাঝে ঢেউটিন,নগদ চেক বিতরণ করলেন এমপি বদি ও উপজেলা চেয়ারম্যান

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ :
টেকনাফে উপজেলা পিআইও অধিদপ্তরের সহযোগীতায় গরীব পুরুষ ও মহিলার মাঝে ঢেউটিনসহ তিন হাজার নগদ চেক বিতরণ করলেন (উখিয়া-টেকনাফ) কক্সবাজার-০৪ আসনের সাংসদ,মাটি ও মানুষের প্রিয় বন্ধু আলহাজ্ব আব্দুর রাহমান বদি সিআইপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ। ১৯ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে পৌরসভা ও সকল ইউপির ৬৫ জন দুস্থ ও গরীব পুরুষ-মহিলার মাঝে ঢেউটিন ও নগদ চেকগুলো বিতরণ করা হয়। বিতরণ শেষে এমপি বদি বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় সারা বাংলাদেশের ন্যায় টেকনাফেও গরীব দুঃখীদের মাঝে বিতরণ চলছে ও অব্যাহত থাকবে। অবশেষে প্রত্যেকে অভাবের মুহুর্তে ঢেউটিন ও নগদ চেক হাতে পাওয়ায় গরীব মানুষগুলি সাংসদ এমপি বদি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এ সময় বিতরণকালীন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাও: রফিক উদ্দিন,উপজেলা পিআইও অফিসার মোঃ আহসান উল্লাহ,উপজেলা পরিষদ সিএ ছৈয়দ মামুন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরওয়ার আলম,পুরান পল্লান পাড়ার আওয়ামীলীগ নেতা শামসু ফকির,নাজির পাড়ার সাবেক মেম্বার ছৈয়দ হোসেন,পিআইও অফিসের অফিস সহকারী মোহাম্মদ আফসার,উপজেলার বিশিষ্ট ফুটবলার শাহ আলম,মোঃ আব্দুল্লাহ,জীবন বড়ুয়াসহ অন্যান্য রাজনৈতিক নের্তৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments