গত ২৩ জুলাই দৈনিক কক্সবাজার৭১ পত্রিকায় “টেকনাফে তালিকাভূক্ত ইয়াবা ডন ‘শামশু’ অধরা শীর্ষক সংবাদখানা আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাকে ইয়াবা ব্যবসায়ী হিসেবে জড়িত করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে গত ইউপি নির্বাচনে আমার এলাকার জনগণ বিপুল ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত করে। এরপর থেকে আমার নির্বাচনী প্রতিপক্ষরা ইর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর থেকে মাদক পাচার প্রতিরোধ ও এলাকার বিভিন্ন অপরাধ কর্মকান্ড দমনে অগ্রণী ভুমিকা পালন করে আসছি। তার পাশাপাশি মাদক পাচার প্রতিরোধে প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যদেরকে সার্বিক সহযোগীতা করে আসছি। গত ১৩ জুলাই রাতে সাবরাং সিকদার পাড়ায় ডিবি পুলিশ সদস্যরা ইয়াবা মজুদ রাখার গোপন সংবাদ পেয়ে একটি বাড়ীতে অভিযান পরিচালনা করে এবং ৫ হাজার ইয়াবা উদ্ধার করে। উক্ত অভিযানে ডিবি পুলিশ সদস্যদের উপর এলাকার কিছু অসাধু ব্যক্তি ও মাদক পাচারকারীরা ঘেরাও করে হামলা চালায়। এঘটনা শুনার সাথে সাথে স্থানীয় চেয়ারম্যান নুর হোসেনসহ আমি ঘটনাস্থলে গিয়ে ডিবি সদস্যদের উদ্ধার করে নিয়ে আসি। এঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় (পুলিশ এ-সল্টসহ) দুটি মামলা রুজু করে। পুলিশ এ-সল্ট মামলার সাক্ষী হয় আমার বাবা। এরপর থেকে আমার নির্বাচনী প্রতিদ্বন্দী সাবেক ইউপি সদস্য শব্বির আহমদ তার এলাকার মাদকপাচারকারী ও অসাধু ব্যক্তিদেরকে সাথে নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। সেই ধারাবাহিকাতায় গত ২৩ জুলাই দৈনিক কক্সবাজার৭১ পত্রিকার সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রনোদিত, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ প্রকাশ করেছে। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। ইয়াবা পাচারতো দুরের কথা, কোন ইয়াবা পাচারকারী সিন্ডিকেটের সাথে আমার কোন যোগাযোগ থাকার প্রশ্নই উঠেনা। আমার প্রতিপক্ষ ও প্রতিদ্বন্ধী শব্বির আহমদ গত নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর থেকে জনগনের কাছে সুনাম বিনষ্ট ও হেয়প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই উক্ত শিরোনামে আমার বিরুদ্ধে লিখিত সংবাদের প্রতি সংশ্লিষ্ট প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি এবং আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আগামীতে সঠিক তথ্য উদঘাঠন করে করে সাংবাদিক ভাইদের সংবাদ প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী- সামশুল আলম, প্যানেল চেয়ারম্যান, সাবরাং ইউনিয়ন।