আব্দুস সালাম ও গিয়াস উদ্দিন ভুলু :
টেকনাফে ঢাকা ব্যাংকের দুই নৈশ প্রহরী কর্তব্যকালীন সময়ে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে একজনকে ছুরিকাঘাত করেছে। এতে গুরুত্বর আহত মোসলেম উদ্দিন (২২) নামে এক নৈশ প্রহরীকে কক্সবাজারের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে কক্সবাজারের ইদগাহ পালাকাটা এলাকার নুরুল কবিরের ছেলে। ছুরিকাঘাতের অভিযোগে মং ছিন ওয়ে (২৪) নামে অপর নৈশ প্রহরীকে আটক করেছে পুলিশ। সে বান্দরবান জেলার নাইক্ষংছড়ি মসজিদ ঘোনা এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করলেও তার নিজ বাড়ি খাগড়াছড়ি জেলায়। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে টেকনাফ বাজারের ফরিদ শপিং কমপ্লেক্সের ঢাকা ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত নৈশপ্রহরী মোসলেম বাঁচাও বাঁচাও বলে দৌড়ে সড়কে চলে আসে
সিকিওরেক্স এর কক্সবাজারেরর এক কর্মকর্তা মফিজুর রহমান নিজেকে সিকিওরেক্স এর কর্মকর্তা দাবী করে জানান, আহত ও আটক দুই নৈশ প্রহরী সিকিউরেক্স এর বলে স্বীকার করলেও তাদের ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি, হেড অফিস জেনে বিস্তারিত জানাবেন বলে জানান।
উক্ত দুই প্রহরীর সাথে একই ভবনের একটি কক্ষে বাস করা মোবাইল মেকানিক মনিরুল ইসলাম জানান, ৪ বছর ধরে তিনি ব্যাংকের পাশের ওই কক্ষে ভাড়া থাকেন। দেড় মাস আগে উক্ত দুই নিরাপত্তা প্রহরীকে তার সাথে সাবলেট নেন। তাদের মধ্যে পূর্বে কোন বিষয় নিয়ে পূর্ব মনোমানিল্য হতে তিনি দেখেননি বলে জানান।