টেকনাফে” ডি.টি সোশ্যাল ফোরাম”এর মাসিক মিটিং সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

প্র্রেস বিজ্ঞপ্তি : সামাজিক উন্নয়নমুলক সংঘটন ডি.টি সোশ্যাল ফোরামের মাসিক মিঠিং স্থানীয় টেকনাফ কেয়ার ল্যাব অডিটোরিয়ামে সংঘটন এর চেয়ারম্যান, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: টিটু চন্দ্র শীল এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। ফোরামের পরিচালক মূস্তফা কামালের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন ফোরামের মহাপরিচালক আবু সুফিয়ান, এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেয়ার ল্যাব এর ব্যবস্থাপনা পরিচালক এবং সংঘটন এর পরিচালক ফারুক চৌধুরী, পল্লী চিকিৎসক রণজিৎ পাল, নীপ্রো জেএমআই ম্যানেজার মো: এয়াকুব এবং মারোত কেন্দ্রীয় সহ- অর্থ সম্পাদক মীরাজ হোসেন প্রমুখ। মহাপরিচালক তার বক্তব্যে কমিটির লক্ষ্য এবং উদ্দ্যেশ্য সম্পর্কে হতদরিদ্রদের চিকিৎসা সেবা দান,রক্তদান কর্মসূচি,ফ্রি মেডিকেল ক্যাম্প, সকল ধর্মীয় অনুষ্টানে সহায়তা,শিক্ষাবৃত্তি,সুবিধা বঞ্চিতদের সহায়তা,সামাজিক সেবামুলক কাজে অংশগ্রহণ, জাতীয় দিবস পালন, সামাজিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিকরণ ও বৃক্ষরোপন কর্মসূচী বিশয়ে সবার মাঝে অবহিত করেন।
সভাপতির বক্তব্যে কমিটির চেয়ারম্যান ডা: টিটু চন্দ্র শীল বলেন, এটি একটি অলাভজনক, নিস্বার্থ, পরোপকারী সামাজিক সংঘটন। উক্ত ফোরামের সকল সদস্যবৃন্দই হচ্ছে পরিচালক। তাই আমরা মাত্র ১২ জন পরিচালক নিয়ে এই সামাজিক সংঘটনের যাত্রা শুরু করায় সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছি এবং অসহায়রা এ ফোরামের মাধ্যমে উপকৃত হবে বলে শতভাগ আশা করছি”। সভা শেষে একজন অসহায় লোকের হাতে কিছু অর্থ সাহায্য প্রদানের মাধ্যমে ফোরামের যাত্রা শুরু হল।