টেকনাফে ডিএনসির মা*দ*ক প্রতিরোধে পরামর্শ সভা অনুষ্ঠিত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে মাদক প্রতিরোধে জেলেদের নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮এপ্রিল বাদে জুমা টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ স্থানীয় প্রাইমারী হলরোমে মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের উদ্যোগে এবং পৌরসভার প্যানেল মেয়র মৌলানা মুজিবুর রহমানের ব্যবস্থাপনায় স্থানীয় জেলেদের নিয়ে মাদক বিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শামসুল আলম, বোট মালিক সমিতি সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।
dnc 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সভায় মাদকের অপূরণীয় ক্ষতি সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারি উপপরিদর্শক আমজাদ হোসেন,উপপরিদর্শক গোপাল কৃষ্ণ দাস,৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মুজিবুর রহমান এবং পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ। জেলেদের পক্ষ থেকে মায়ানমার থেকে আসা ইয়াবা এবং আইস প্রতিরোধে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্যাম্পের বাইরে বের হতে না দেয়ার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ আরো জানান,মায়ানমার থেকে ইয়াবা, আইস নাফনদী এবং সাগরপথেই আমাদের দেশে প্রবেশ করে। জেলেগণ নিজেরাই এসব অপরাধ থেকে দূরে থেকে আইন-শৃংখলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারলে এ প্রকার মাদক প্রতিরোধ অনেকখানি সহজতর হয়ে যাবে। সেজন্যই জেলেদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন বলে তিনি অবহিত করেন। ###