হুমায়ূন রশিদ : টেকনাফে ট্রাক চাপায় এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় পুলিশ ঘাতক চালককে আটক করে ট্রাকটি জব্দ করেছে।
জানা যায়, ১৪ আগষ্ট সন্ধ্যা ৬টারদিকে টেকনাফগামী একটি ট্রাক (চট্টমেট্টো-ট-১১-৭৯৩৬) জাদিমোরা জাইল্যাঘাট এলাকায় পৌঁছলে সড়কে অবস্থানরত অনুপ্রবেশকারী রোহিঙ্গা মোহাম্মদ খাঁনের পুত্র নুর হাশেম (১০) কে ধাক্কা দেয়। সে রাস্তায় পড়ে গেলে ঐ ট্রাকের ঘাতক চালক পিছনে এসে আবারো চাপা দিয়ে ঐ কিশোরের মৃত্যু নিশ্চিত করে বলে স্থানীয় লোকজনের দাবী। এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক চালক উখিয়া উপজেলার কোট বাজারের আব্দুস সালামের পুত্র গিয়াস উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া, এই ঘটনায় ট্রাক জব্দ এবং চালককে আটকের সত্যতা নিশ্চিত করেন।