জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফে জেএসসি-জেডিসির ৩য় দিনের পরীক্ষায় ৩৮জন ছাত্র/ছাত্রী অনুপস্থিত রয়েছেন।
৩য় দিনে স্কুল পর্যায়ে ইংরজি ১ম পত্র এবং মাদরাসা লেভেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্টিত হয়।
কেন্দ্র সুত্র জানায়, ৩য় দিনে ৪টি পরীক্ষা কেন্দ্রে আংশিক সহ ২৮প্রতিষ্টানের ২৩১৩জন পরীক্ষার্থী রয়েছেন।
২২৭৫জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও ৩৮জন পরীক্ষার্থী অংশ নেয়নি। এতে ১৬জন ছাত্র ২২জন ছাত্রী বলে জানাগেছে।
সকাল ১১টায় হোয়াইক্যং আলী আছিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখাযায়, ছাত্র/ছাত্রীরা সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছেন। দূর দূরান্ত থেকে আগত অভিভাবকরা কেন্দ্র ব্যবস্থপনার উপর সন্তোষ প্রকাশ করেন। এসময় কেন্দ্র সচিব আলহাজ¦ অধ্যক্ষ মোস্তফা কামাল চৌধুরী মুসা, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম কুতুবী, হল সুপার রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক এম.এ. মঞ্জুর, আব্দুল মান্নান, রুপন কান্তি বড়–য়া, আব্দুস সালাম, হোয়াইক্যং আলী আছিয়া স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা শামীম আরা বেগম, সিনিয়র শিক্ষক উহ্লাং, মেডিকেল টিমের সদস্য জুহুর আলম, আইন শৃংঙলা বাহিনী সদস্যগণ উপস্থিত ছিলেন।
কেন্দ্র ভিত্তিক খোঁজ নিয়ে জানাগেছে, হোয়াইক্যং কেন্দ্রে ৭৪১জনের মধ্যে ৭২৪জন পরীক্ষার্থী অংশ নিলেও ৮জন ছাত্র ৯জন ছাত্রী সহ ১৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
টেকনাফ পাইলট কেন্দ্রে ৪৮৬জনের মধ্যে ৪৮২জন পরীক্ষার্থী অংশ নিলেও ২জন ছাত্র ২জন ছাত্রী সহ ৪জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এজাহার বালিকা কেন্দ্রে ৪৬৯জনের মধ্যে ৪৫২জন পরীক্ষার্থী অংশ নিলেও ৬জন ছাত্র ১১জন ছাত্রী সহ ১৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেনি।
রঙ্গিখালী মাদরাসা কেন্দ্রে ৬১৭পরীক্ষার্থীর মধ্যে ৫৮১জন অংশ নিয়েছেন।
তবে ঐকেন্দ্রে আজকে অনুষ্টিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সব পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।#