টেকনাফে জালিয়ার দ্বীপে কারেন্ট জাল ভর্তি নৌকা হতে ৪.২৭৮ কেজি আইস ও দেড় লাখ ইয়াবা উদ্ধার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবির পৃথক টহল দল যৌথ অভিযান চালিয়ে নাফনদীর জালিয়ার দ্বীপে কারেন্ট জাল ভর্তি কাঠের নৌকা হতে ৪.২৭৮ কেজি আইস এবং দেড় লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে।

৩১জুলাই (রবিবার) দুপুর ১২টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়,মিয়ানমার থেকে মাদকের বড় ধরনের চালান আসার সংবাদ পেয়ে ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির মাদক বিরোধী পৃথক দুইটি টহল দল জালিয়ার দ্বীপে কৌশলী অবস্থান নেয়। সকাল ৫টারদিকে ৩/৪ জন লোক কাঠের নৌকা নিয়ে শূণ্য লাইন অতিক্রম করে দ্বীপের দিকে আসতে দেখে। ওঁৎপেতে থাকা বিজিবি টহল দলের সদস্যরা তাদের দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করলে তারা নৌকা থেকে লাফ দিয়ে মিয়ানমারের ওপারে চলে যায়। এরপর টহল দল নৌকাটি জব্দ করে পাটাতনে কারেন্ট জালের ভেতরে অভিনব কায়দায় রাখা ১টি ব্যাগ উদ্ধার করে। ব্যাগটি তল্লাশী করে ৪ কেজি ২৭৮ গ্রাম আইস, দেড় লাখ ইয়াবা পায়। পরে কাঠের নৌকা ও ২৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। যার সর্বসাকূল্য বাজার মূল্য ২৫ কোটি ৮৯ লক্ষ ৪০হাজার টাকা।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, জব্দকৃত কাঠের নৌকা ও কারেন্ট জাল স্থানীয় শুল্ক অফিসে জমা দেওয়ার পর জব্দকৃত মাদক পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###