টেকনাফে জালিয়াপাড়ার এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

সামী জাবেদঃ

টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়ার এক ব্যক্তিকে অপহরণ করেছে বলে অভিযোগ করেছে তার স্বজনরা।
অপহৃত ব্যক্তি পৌরসভার ৯নং ওয়ার্ড এর মৃত হাজ্বি আমির আহম্মদের ছেলে ছৈয়দ আলম।

২২ নবেম্বর রাত আনুমানিক ৭টার দিকে স্থল বন্দর সংলগ্ন ১৪ নং ব্রীজ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। এসময় সৈয়দ আলম সেন্টমার্টিন থেকে ফিরে টমটম নিয়ে বাড়ি ফিরছিলেন। ১৪ নং ব্রীজ এলাকায় পৌঁছলে অজ্ঞাত ১০-১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী টমটম থামিয়ে, ছৈয়দ আলমকে অপহরন করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

একি গাড়িতে থাকা সেন্টমার্টিন এর স্থানীয় বাসিন্দা রহমান ট্রলার মাঝি ভয়ে পালিয়ে যায়। পরে ট্রলার মাঝি রহমান ঘটনাস্থলে ফিরে গিয়ে ছৈয়দ আলমের আর দেখা পায়নি।

জানা যায় টেকনাফ থানা পুলিশ ও এলাকার সাধারন জনগন তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

এদিকে টেকনাফ স্থলবন্দরের ব্যাবসায়ীদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে।

বন্দর ব্যাবসায়ীরা জানান এমন ঘটনা আমরা মেনে নিতে পারি না। এই ঘটনায় যারা জড়িতো অবিলম্বে তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আরো জানায় এমন অপহরণের ঘটনাকে ছোট হিসেবে দেখলে তা আমাদের জন্য ঝুঁকি হয়ে উঠতে দেরি হবে না। কারণ আমরা টেকনাফ স্থলবন্দরে দিন রাত কাজ করি,আমাদের কাজ শেষ করে বাড়ি যেতে প্রায় গভীর রাত হয়ে যায়। আজকের এই ঘটনা নিয়ে যদি তড়িৎ ব্যবস্থা না নেয় তাহলে পরবর্তীতে আমাদের সবার জন্য এই সড়কটি একটি আতংকে পরিণত হবে। তাকে উদ্ধার করার জন্য এলাকাবাসী ও স্বজনরা আইন-শৃংখলা বাহিনীর প্রতি জোর দাবী জানিয়েছেন।