টেকনাফে জমি ক্রয়ের অর্থ কেলেংকারী ও প্রতারনায় ফয়সালের বিরুদ্ধে থানায় অভিযোগ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফে ফয়সালে বিরুদ্ধে অর্থ কেলেংকারী এবং প্রতারনার দায়ে বাদী ফরিদ আলম থানায় অভিযোগ দায়ের করেছে। সে সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড পেন্ডল পাড়ার রাজা মিয়ার পুত্র । ফরিদ আলম গতকাল ২৪ জানুয়ারী টেকনাফ মডেল থানায় একই ইউনিয়নে ২নং ওয়ার্ড রহুল্লার ডেবার মৃত মোহাম্মদ সোলাইমানের পুত্র মোহাম্মদ ফয়সালের বিরুদ্ধে জায়গা জমি ক্রয় সংক্রান্ত বিষয়ের অর্থ প্রতারনার অভিযোগে এনে নিজে বাদী হয়ে ফয়সালকে প্রধান আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বাদী ফরিদ আলম উল্লেখ করেন, সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মিঠাপানির ছড়ার মৃত মোখছেুর রহমানের পুত্র মোহাম্মদ হাছান সৌদি প্রবাসী বন্ধু হয়। প্রবাসী বন্ধুর জন্য ২০২০ সালের ৭ জানুয়ারী ১০শতক জমি ক্রয়ের প্রস্তাব দিলে সে এ প্রস্তাব সম্প্রতি প্রকাশ করলে সে বিদেশ থেকে মৌখিকভাবে বন্ধু ফরিদকে জমি ক্রয়ের জন্য পাওয়ার অব এর্টনি প্রদান এবং সে তার আত্মীয় এবং সাক্ষীগনের সামনে ১০ শতক জমির মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা ধার্য্য করেন। ৩শ টাকামূল্যের নন জুডিশিয়াল স্টাম্পমূলে বায়নামা সম্পাদন করে নগদ প্রাথমিকভাবে ৫ লাখ টাকা নগদে প্রদান করেন। কিন্তু অসৎ উদ্দেশ্যে ফিল্মী স্টাইলে স্টাম্পে স্বাক্ষর না করে, কৌশলে টাকা নিয়ে সৌদি প্রবাসীর আত্মীয় ফয়সাল স্থান থেকে সটকে পড়ে। জমি ক্রয় বাবৎ প্রবাসীর প্রদেয় টাকা ফেরৎ প্রদানের জন্য ফয়সালকে বারংবার চাপ প্রয়োগ করলে সে বাদীকে উল্টা প্রাননাশের হুমকি দেয়। এর প্রতিকার চেয়ে বাদী সাবরাং ইউপি কার্যালয়ে গ্রাম্য আদলতে অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়া শেষ পর্যন্ত বাদী হয়ে টেকনাফ থানায় আশ্রয় নেয়। উল্লেখ্য কথিত ফয়সাল এলাকায় জনশ্রুত প্রতারক ও বড় ধরণের বাটপার বলে জানা যায়। সে বর্তমানে এলাকা ছাড়া। এ ঘটনায় বাদী কিংকর্তব্যবিমূঢ় অবস্থার মধ্যে কালাতিপাত করছে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ জলিল এ প্রসংগে বলেন, বিষয়টি তদন্ত চলছে। প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত বিবাদী মোঃ ফায়সল এ প্রসংগে তার কাছে মুঠোফোনে জানতে চাইলে ঘটনার আংশিক স্বীকার করেন এবং তদন্ত কালে বিস্তারিত জানাব। সে এ ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন।