মো. শফি, টেকনাফ :
টেকনাফে ঘূর্ণিঝড় প্রস্তুতি মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুন (শনিবার) সকালে উপজেলা কমপ্লেক্স আদর্শ বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী’র (সিপিপি) উদ্যোগে এ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের সহযোগীতায় আয়োজিত মাঠ মহড়ায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।
উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসানের সভাপতিত্বে মহড়া পরিচালনা করেন সিপিপির আব্দুল মতিন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিপিপি উপজেলা টীম লিডার কায়সার উদ্দিন ও সহকারী টীম লিডার আবু হানিফ।
এতে অংশগ্রহন করেন টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়, এজাহার বালিকা বিদ্যালয়, মায়মুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, সিপিপি স্বেচ্ছাসেবক ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীগন।
পরে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করা হয়।
ঘূণিঝড় প্রস্তুতি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে ।