টেকনাফে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

শহিদ উল্লাহ, টেকনাফ :

টেকনাফে শাহিনুর আক্তার (২০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (৩ জুলাই) দুপুরে টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিণ লেংগুরবিল এলাকার এই ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।

নিহত গৃহবধূ দক্ষিণ লেংগুরবিল গ্রামের ছৈয়দ হোসেনের স্ত্রী।

এদিকে এঘটনাকে হত্যাকান্ড বলে দাবী করেছে নিহতের স্বজনরা।

নিহতের মামা জানান, শাশুর বাড়ি থেকে হঠাৎ ফোন করে বলে শাহিনুর অজ্ঞান হয়ে গেছে। এই খবর শুনে আমরা এসে দেখি বাড়িতে কেউ নেই, দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকলে হাটের উপর শাহিনুরের মৃতদেহ দেখতে পাই এবং তার গলায় রশির চিহ্ন দেখা যায়।

নিহত শাহিনুর এর মা জানান, আমার মেয়ে কে স্বামী ও শাশুর বাড়ির লোকজন হত্যা করেছে, আমি আমার মেয়ের বিচার চাই।

উল্লেখ্য যে, নিহত শাহিনুর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামের মৃত আব্দুল কাদের মেয়ে,গত তিন বছর আগে সামাজিক ভাবে ছৈয়দ আহমদের সাথে বিয়ে হয় এবং তার ১ বছরের শিশু সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শাহিনুরের ঝুলন্ত লাশ তার শাশুড়ি দা দিয়ে রশি কেটে নামাতে দেখছেন প্রতিবেশীরা। নিহত শাহিনুর কে তার শাশুড়ি দীর্ঘ দিন ধরে নির্যাতন করে আসছে বলে জানা যায়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। ময়নাতদন্ত রিপোর্টে জানা যাবে এটি আত্মহত্যা নাকি অন্যকিছু। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে ঘটনার পর থেকে স্বামী সৈয়দ হোসেন পলাতক রয়েছে বলে জানা গেছে।