অনিয়ম, স্বজনপ্রীতি, আতœীয় করণ ও দলীয় করণের অভিযোগ উঠেছে
মোঃ আশেকউল্লাহ ফারুকী, টেকনাফ :
টেকনাফে প্রবল বর্ষন ও পাহাড় ধ্বসে আহত ও নিহত পরিবারের লোকেরা সরকারী ও বেসরকারী ভাবে দেয়া ত্রাণ থেকে বঞ্চিত হবার অভিযোগ উঠেছে।
জানা যায়, সম্প্রতি পাহাড় ধ্বসে প্রাণহানি ও ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা প্রনয়ন করতে গিয়ে অনিয়ম, স্বজনপ্রীতি, আতœীয় করণ ও দলীয় করণের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্থ এলাকায় দক্ষ ও অভিজ্ঞ অফিসার নিয়োগ না দিয়ে এবং সরেজমিন ক্ষতিগ্রস্থ পরিবারের পাহাড় ধ্বস এলাকা পরিদর্শন না করে অনভিজ্ঞ কর্তাদের মাধ্যমে তড়িঘড়ি করে ক্ষতিগ্রস্থ পরিবারের নামের তালিকা প্রনয়ন করেন। এতে অধিকতর ক্ষতিগ্রস্থ পরিবারের লোকেরা নগদ ত্রাণ সাহার্য্য থেকে বঞ্চিত হয়েছেন।
টেকনাফ উপজেলা প্রশাসন সংলগ্ন পৌরসভার ২নং ওয়ার্ড পুরাতন পল্লান পাড়ার জাফর আলম ও আলী জোহার স্থানীয় সংবাদকর্মীর কাছে মৌখিক ভাবে অভিযোগ করেন, ১০ সেপ্টম্বর ভোরে প্রবণ বর্ষণ ও পাহাড় ধ্বসে দুই পরিবারের ৩ জন মাতা ও মেয়েসহ ৩জন মাটি ছাপায় গুরুত্বর আহত হয়। আহতরা হচ্ছেন, রহিমা বেগম (২৮), মেয়ে শরমিন আক্তার (৭) ও জাফর আলমের মেয়ে নাছিমা আক্তার (১৮)। ওদের মধ্যে শরমিন আক্তারের মাথায় গুরুত্বর আহত। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি পর প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার তাদের চট্টগ্রাম হাসপাতালে হস্তান্তর করেন। আহত ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে স্থানীয় কাউন্সিলার আবু হারেজ চিকিৎসার জন্য নগদ ৬ হাজার টাকা সাহার্য্য করেন। বর্তমানে অর্থের অভাবে ওদের চিকিৎসা ব্যায়ভার বহন করতে না পারায় ওরা মানবেতর জীবন যাপন করছে এবং পাহাড় ধ্বসে তাদের বসতবাড়ী মাটির নিচে ছাপা পড়ে যায় ।
এদিকে গুরুত্বর আহত শরমিনের চিকিৎসার জন্য অনেক অর্থ প্রয়োজন। এনিয়ে অভিভাবকগণ উৎকণ্ঠার মধ্যে ভোগছেন।
উল্লেখ্য ক্ষতিগ্রস্থ পরিবারের লোকেরা সরকারী ভাবে নগদ অর্থ ও ত্রান সাহার্য্য পেলেও অধিকতর ক্ষতিপ্রস্থ পরিবারের মধ্যে এ পর্যন্ত ভাগ্যে জুটেনী।