সাদ্দাম হোসাইন / ফরিদুল আলম : টেকনাফে বিজিবি ব্যাটালিয়ন সদর এবং হোয়াইক্যং বিওপি চেকপোস্টের দায়িত্বরত জওয়ানেরা গত ২দিনের পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা, মুঠোফোন ও মাইক্রোসহ ২জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো ১জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায়, গত ১৬ জানুয়ারী রাত সোয়া ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদরের উপাধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল উপজেলার বরইতলী এলাকায় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জনৈক মোহাম্মদ শাহ এর বসত-বাড়িতে অভিযান চালিয়ে ঘরের পেছনে লাকড়ির স্তুপের ভেতর হতে ৩০হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ শাহ এর পুত্র সিরাজুল ইসলাম (২৫) কে ৩০হাজার ইয়াবাসহ গ্রেফতার করে। তার কাছ থেকে ২টি মুঠোফোন ও নগদ ৫হাজার টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে নাফনদীর পাড়ে ১০হাজার ইয়াবা স্থানীয় নুরুল আমিনের পুত্র মোঃ আল আমিন (২৮) কে বিক্রি করে। এই ঘটনায় সিরাজকে ধৃত আসামী এবং আল আমিনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়। যার সিজার মূল্য ৯০লক্ষ ১০হাজার ৫শ টাকা।
অপরদিকে গত ১৭ জানুয়ারী বিকাল সোয়া ৫টারদিকে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা কক্সবাজারগামী একটি মাইক্রো চেকপোস্টে পৌঁছলে চালকের আচরণে সন্দেহের সৃষ্টি হয়। তখন গাড়িটি পুংখানুপুংখভাবে তল্লাশী চালিয়ে গাড়ির এয়ার ক্লিনারের ভেতরে অভনব কায়দায় লুকানো ৭হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তখন সাবরাং ১নং ওয়ার্ডের কামাল হোছনের পুত্র মোঃ জসিম উদ্দিন (২৪) কে গ্রেফতার করে মাইক্রো এবং ব্যবহৃত মুঠোফোন ২টি জব্দ করা হয়। যার সিজার মূল্য ৩৬লক্ষ ৫হাজার ৫শ টাকা।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার (বিজিবিএম) জানান, পৃথক ২টি মামলায় জব্দকৃত ইয়াবা, মাইক্রো, মুঠোফোন, নগদ টাকাসহ ১জনকে পলাতক আসামী করে ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###