হুমায়ূন রশিদ : টেকনাফে খেয়ে পেটের ভেতর করে ইয়াবা পাচারকালে কুমিল্লার দুই নারীকে আটক করেছে র্যাব। হাসপাতালে এক্সরে করে তাদের পেট হতে ৪শ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
গত ১৫জুলাই রাতে র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে কুমিল্লার ভাঙ্গুরার কুড়ই বাড়ি গ্রামের আনিসের স্ত্রী জোনাকি আক্তার (২০) ও একই জেলার তিতাস বাগেরামপুরের মোহাম্মদ হাসানের স্ত্রী খদিজাকে আটক করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পরবর্তীতে তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করে পেটের ভেতরে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয়। তখন উক্ত নারীরা তাদের পেটে ইয়াবা থাকার বিষয় স্বীকার করেন। পরে তাদের পায়খানা করিয়ে অভিনব কায়দায় পুটলা করা ইয়াবা উদ্ধার করা হয়। ধৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া নিয়ে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স,বিএন) নিশ্চিত করেন।