টেকনাফে খুচরা মাদক বিক্রেতার হামলায় মা-শিশু আহত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মোবাইল চুরির বিষয় নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে

নিজস্ব প্রতিনিধি :

একটি মোবাইল চুরির বিষয় নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে টেকনাফে খুচরা মাদক বিক্রেতার হামলায় দেড় বছরের শিশু ও তার মা আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৮ জুলাই টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায়। আহত শিশু মোসকান কে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শিশুটির মা জমিলা আক্তার সুমিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, পৌরসভার ২নং ওয়ার্ডের অধীন পুরাতন পল্লান পাড়া এলাকার আজাদের স্ত্রী জমিলা খাতুনের একটি মোবাইল নিজ বাড়ি থেকে হারিয়ে যায়। ঘটনার পরদিন ৮ জুলাই পাশ্ববর্তী মাদক বিক্রেতা রবি আলমের বাড়িতে হারানো মোবাইলটি দেখে জমিলা জানতে চান মোবাইল কোথায় পেয়েছে। এনিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে রবি আলম ও তার স্ত্রী খুরশিদা বেগমের হামলায় জমিলা ও তার কোলে থাকা দেড় বছরের শিশু মুসকান আহত হয়। এসময় রবি আলম ও খুরশিদা পাথর ছুড়ে মারলে একটি পাথর শিশু মুসকানের চোখের নীচে আঘাত করে। এতে অল্পের জন্য শিশুটির চোখ রক্ষা পায়।

এব্যাপারে থানায় অভিযোগ প্রদান করবেন বলে জানান শিশুটির মা। তিনি এ ঘটনার উপযুক্ত বিচার চান বলেও জানান।

এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত রবি আলম জানান, দুই পক্ষের মারপিটে অনিচ্ছকৃতভাবে শিশুটির গায়ে আঘাত লাগে। এছাড়া জমিলার ভাই মোবাইলটি তার কাছে বিক্রি করেছে বলে জানায় সে।

এদিকে স্থানীয়রা জানান, টেকনাফে খুচরা মাদক বিক্রেতাদের উপর মাদক বিরোধী অভিযানের তেমন একটা প্রভাব পড়েনি। শুধু মাত্র টেকনাফ পৌর এলাকায় এখনো অর্ধশতাধিক মাদক স্পটে নিয়মিত মাদক বিক্রি ও সেবন অব্যাহত রয়েছে বলে জানা গেছে।