টেকনাফে ক্ষুদে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
সীমান্ত উপজেলা টেকনাফে ক্ষুদে শিক্ষার্থীদের চুড়ান্ত কুইজ প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। এতে ১২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৬প্রতিযোগী অংশ গ্রহণ নেয়। বিশ^ খাদ্য কর্মসূচী ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগীতায় ক্ষুদে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান চার্চায় প্রতিযোগীতাটি অনুষ্টিত হয়। ২১ডিসেম্বর সকাল ১০টায় টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরোমে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস কর্তৃক পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচী উপজেলা পর্যায়ে সাধারণ জ্ঞান প্রতিযোগীতাটি বাস্তবায়ন করেন। প্রতিযোগীতায় উপজেলার ১২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৬জন (৪র্থ-৫ম শ্রেনী) ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করেন। পুষ্টি-স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধির উপর উপজেলা পর্যায়ে সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্টিত হয়। বিজয়ীরা হলেন বাহারছড়া শামলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বেলাল উদ্দিন, হোয়াইক্যং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মো: ইসহাক ও রাবেয়া খাতুন। বিজয়ী ৩জনকে উন্নত মানের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আশীষ বোস। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: আলম বাহাদুর। প্রধান শিক্ষক আনোয়ার কামালের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মুসলিম এইডের স্কুল ফিডিং প্রকল্পের জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে স্কুল ফিডিং প্রকল্পের কর্মকর্তা বশির আহমদ, মোহাম্মদ আলী, মুরাদ উদ্দিন, সিপিকা রায়, চান্দা রাখাইন, মনিরুল ইসলাম, আনোয়ার হোছাইনসহ ১২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।