গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে ক্রেতা সাজা কোস্টগার্ড সদস্যরা সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪জনকে আটক করেছে।
সুত্র জানায়, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের লেঃ কমান্ডার এম সোহেল রানার নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল সাবরাং হারিয়াখালীর বেড়িবাঁধ ভাঙ্গা এলাকায় ইয়াবা বিক্রির খবর পেয়ে ক্রেতা সেজে অভিযান চালিয়ে টেকনাফ সদরের নাজির পাড়ার মৃতঃ আব্দু জলিলের পুত্র মোঃ খোরশেদ (২৭), সাবরাং করাচি পাড়ার জাহেদ হোসাইনের পুত্র মোঃ জায়েদ উল্লাহ (২৩), ডেগিল্লার বিলের মোঃ আইয়ুবের পুত্র মোঃ জোবাইর (৩০) ও সাবরাং হারিয়াখালীর মৃত সালামের পুত্র মোঃ হারুনুর রশিদ (২০) কে আটক করে। তাদের নিকট হতে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা চালানের মুলহোতা আটক মাদক কারবারী খোরশেদ বলে জানা গেছে।
টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার সোহেল রানা জানান, ক্রেতা সেজে ছদ্দবেশ ধারন করে ইয়াবাসহ ৪ যুবককে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ###