টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪২হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা বঙ্গোপসাগর উপকূলে মাদকের চালান খালাসের সময় অভিযান চালিয়ে বিপূল পরিমাণ ইয়াবাসহ সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে।

সুত্র জানায়, ২৩ নভেম্বর ভোর সোয়া ৪টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্বজোনের বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম,নাঈম উল হকের নেতৃত্বে বঙ্গোপসাগর উপকুলে টেকনাফ সদর মেরিন ড্রাইভের মিঠা পানিরছড়া ঘাটে অভিযানে যায়। এসময় সন্দেহজনক এক ব্যক্তিকে থামানোর জন্য সংকেত দেওয়া হলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন কোস্টগার্ড সদস্যগণ ধাওয়া করে ১টি সাদা রংয়ের বস্তাসহ মিঠা পানিরছড়ার রুহুল আমিনের পুত্র আব্দুল্লাহ (২৬) কে আটক করে। পরে কোস্টগার্ড ষ্টেশনে নিয়ে বস্তাটি খুলে গণনা করে ৪২হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ (বিএন) খন্দকার মুনিফ তকি জানান,জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইয়াবাসহ আটক আব্দুল্লাহ দিনের বেলায় মোটর বাইক নিয়ে ঘুরে বেড়ালেও একটি শক্তিশালী চক্রের ছত্র-ছায়ায় রাতের বেলায় এই অপতৎপরতা চালিয়ে আসছে। সে ধরা পড়ার পর সিন্ডিকেটের অনেক সদস্য প্রভাবশালী নেতা, জনপ্রতিনিধি ও দালালদেও শরণাপন্ন হচ্ছে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে। আটক আব্দুল্লাহকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে পুরো মাদক চক্রে জড়িতদের মুখোশ বেরিয়ে আসবে বলে ধারণা করছেন। ###