টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে ই*য়া*বা*সহ আটক-২

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

ফরিদুল আলম : টেকনাফে ক্টোগার্ড জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারীতে গ্রেফতার করে থানায় সোর্পদ করেছে।

সুত্র জানায়,৮অক্টোবর রাতের প্রথম প্রহরে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১টি হটপটসহ সাবরাং কোয়াংছড়ি পাড়ার আবুল খায়েরের পুত্র জহির আহমদ (৪২) এবং থাইংখালী ১৩নং ক্যাম্পের বøক-এ-৫ এর বাসিন্দা ফয়জুল্লাহর পুত্র সৈয়দুল মোস্তফা (২৩) কে থামিয়ে হটপটটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ১৪হাজার পিস ইয়াবাসহ উপরোক্ত ২জনকে গ্রেফতার করা হয়।

অপরদিেেক সেন্টমার্টিনে দায়িত্বরত কোস্টগার্ড জওয়ানেরা ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কেয়াগাছের জঙ্গলের ভিতর হতে একটি পলিথিন ব্যাগে মোড়ানো ৭হাজার পিস ইয়াবা জব্দ করে।

পৃথক অভিযানে জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিদ্বয়কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###