হুমায়ুন রশিদ : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ৪লাখ ৫৫ হাজার ইয়াবা ও ৩২ বোতল বিদেশী হুইস্কি জব্দ করেছে।
জানা যায়, ১৪মার্চ ভোররাত পৌনে ২টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের টেকনাফ সিজি ষ্টেশনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের নিকটবর্তী সমুদ্রে অভিযানকালে মিয়ানমার হতে আগত একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে কয়েকটি পলিথিনের বস্তা পানিতে ফেলে বোটটি দ্রæত মিয়ানমার সীমানার দিকে পালিয়ে যায়। উক্ত বস্তা সমূহ তল্লাশী করে ৪ লক্ষ ৫৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
অপরদিকে সকাল পৌনে ৬টায় একই সিজি ষ্টেশনের টহল দল টেকনাফের সাইরন খাল এলাকায় অভিযানে গিয়ে ৩২ বোতল গ্রান্ড রয়েল হুইস্কি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও হুইস্কি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।