টেকনাফে কৃষক-কৃষাণীদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

হুমায়ূন রশিদ : টেকনাফে ২০২৪-২০২৫ইং চলতি অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে শীতকালীন হাইব্রিড সবজি বীজ,সার এবং আর্থিক সহায়তা বিতরণ উদ্বোধন করা হয়েছে।

১২নভেম্বর সকাল সাড়ে ১০টায় টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরোমে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ২৩৫জন,হ্নীলা ইউনিয়নে ১৮০জন,টেকনাফ সদর ইউনিয়নে ১৮০জন, সাবরাং ইউনিয়নে ১২০জন, বাহারছড়া ইউনিয়নে ১৮০জন, সেন্টমার্টিন ইউনিয়নে ১০০জন এবং টেকনাফ পৌরসভায় ৫জনসহ মোট ১হাজার ৪শ ৪০জন ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মধ্যে বিনামূল্যে শীতকালীন হাইব্রিড সবজি বীজ, সার এবং আর্থিক সহায়তা বিতরণ উদ্বোধন অনুষ্ঠান টেকনাফ উপজেলা কৃষি অফিসার মোঃ জাকেরুল ইসলামর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ শাহজাহানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আদনান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ রবিউল হোসাইন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হাবিবুর রহমান।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আদনান চৌধুরী বলেন,কৃষকেরা হচ্ছে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে চালিকা শক্তি এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। সরকার আপনাদের খাদ্য শস্য উৎপাদন বাড়ানোর জন্য সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের সূতিগার এবং গ্রাম বাংলার পরিচিত মুখ কৃষক ও কৃষানীরা। তাই এই মহান দায়িত্ব আপনাদেও নিষ্ঠার সাথে পালন করতে হবে। এরপর শীতকালীন সবজির বীজ ১০কেজি এমওপি সার, ১০কেজি,ডিএপি সার ও বিকাশের মাধ্যমে ১হাজার টাকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

শেষে “ছাত্র শিক্ষক কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই” শীর্ষক জাতীয় ইঁদুর দমন অভিযান শুভ উদ্বোধন উপলক্ষ্যে বিশেষ র‌্যালী বের করা হয়। এতে কৃষক-কৃষানীসহ আন্ত্রিত অতিথিবৃন্দ ও কৃষি দপ্তরের উপসহকারী কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ##