টেকনাফে কারেন্টজাল সহ আটক ২ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান

আরাফাত সানী, টেকনাফ :

টেকনাফে দেড় লাখ মিটার কারেন্টজাল সহ আটক ২ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আবুল মনসুর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে সাজা প্রদান করেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে শাহপরীরদ্বীপ মোহনা হতে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও নৌকাসহ মাছধরারত অবস্থায় তাদেরকে আটক করেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার মৃত নুর আহমদের ছেলে হোসেন আহমদ (২৪) ও মৃত জালাল আহমদের ছেলে আব্দুল আমিন(২৯)।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এ অভিযান চালানো হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।