টেকনাফে কাঠ কুড়াতে গিয়েই হাতির কবলেপড়া রোহিঙ্গা সহোদর হতাহত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে পাহাড়ে কাঠ কুড়াতে গিয়েই বন্য হাতির কবলে পড়েছে রোহিঙ্গা সহোদর। এতে এক ভাই প্রাণ নিয়ে ফিরে এলেও অপর ভাইদের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
জানা যায়, ২০ মার্চ বিকাল ৩টারদিকে উপজেলার আলীখালী রোহিঙ্গা বস্তির সলিমুল্লাহর পুত্র হাকিম উল্লাহ (১৬), করিম উল্লাহ (১৮) ও প্রতিবেশী এনাম উল্লাহ মিলে অন্যদিনের মতো হ্নীলা বড় লেচুয়াপ্রাংস্থ বাহাতির ছড়া পাহাড়ের ভেতরে লাকড়ি আনতে যায়। পাহাড়ী ছড়া পথে যাওয়ার সময় বন্য হাতির সামনে পড়লে করমি উল্লাহকে শুঁড় দিয়ে ধরে দূরে নিক্ষেপ করে আর হাকিম উল্লাহকে পায়ে পিষ্ঠ করে ছিন্ন-ভিন্ন করে ফেলে। প্রতিবেশী এনাম উল্লাহ একটু দূরে থাকায় প্রাণে রক্ষা পায়। এনাম উল্লাহ আহত করিম উল্লাহ নিয়ে বিষয়টি পাহাড়ের পার্শ্ববর্তী লোকজনকে অবহিত করে। তখন লোকজন জড়ো হয়ে হাকিম ঊল্লাহর দেহের কিছু অংশ উদ্ধার করে। বিষয়টি নিহতের পিতাকে অবহিত করা হলে স্থানীয় বøক মাঝিসহ লোকজন এসে লাশ দাফনের জন্য নিয়ে যায়।
লেচুয়াপ্রাং এলাকার সমাজ সর্দার মোঃ রফিকুল ইসলাম মুন্সী, কাঠ কুড়াতে গিয়েই বন্য হাতির হামলায় রোহিঙ্গা সহোদরের এক জনের মৃত্যু এবং অপরজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।