টেকনাফে একটি সবুজায়ন ভবিষ্যতের প্রত্যাশায় কোডেক এর লক্ষাধিক চারা বিতরণ

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ১ বছর আগে

2 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

হুমায়ূন রশিদ : সীমান্ত জনপদ টেকনাফ উপজেলাকে সবুজায়ন করে নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় বেসরকারী উন্নয়ন সংস্থা কোডেকের গত ৩বছরে প্রাতিষ্ঠানিক, বসত-বাড়ি, সড়ক ও পাহাড়ি বনায়নের জন্য লক্ষাধিক বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়েছে।
3 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২০২০ সাল থেকে সবুজায়নের বিস্তারে নেচার এন্ড লাইফ প্রকল্পের আওতায় কোডেক উপজেলার হোয়াইক্যং, টেকনাফ ও শীলখালী রেঞ্জের আওতাধীন এলাকায় বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছে। অদ্যবধি ১ লক্ষের অধিক চারা বিতরণ করেছে। যার মাধ্যমে ১৫ হাজারের অধিক লোকজন উপকৃত হচ্ছে। ইতিমধ্যে টেকনাফ উপজেলায় ২৮টি প্রাতিষ্ঠানিক বনায়ন, ৫হাজার ৩শ ৬৮টি পরিবারের বসত-বাড়িতে বনায়ন, ৩২টি মিশ্র ফলের বাগান, ১টি সড়ক বনায়ন,১টি পাহাড়ী ছড়া সংরক্ষণে ছড়ার দুধারে ২ কি.মি বনায়নের মাধ্যমে সবুজায়নের উদ্যোগ গ্রহণ করেছে।
4 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক (কমিউনিটি ডেভলেপমেন্ট সেন্টার) আগামী প্রজন্মের জন্য স্বাস্থ্যকর পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযান ২০২৩ইং পরিচালনা করছে। প্রকৃতি সংরক্ষণের লক্ষ্যে ইউএসআইডির আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত নেচার এন্ড লাইফ প্রকল্প চলতি বছরের বিগত ১৮জুন হোয়াইক্যং উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান শুরু করে। ২০২৩ সালে প্রকল্পের উদ্যোগে এই পর্যন্ত ১০হাজার ৮শ ২৪ জন ছাত্র-ছাত্রী এবং উপকারভোগীদের মাঝে ৪০হাজারের অধিক ফলদ,বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
5 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এই কার্য্যক্রমে স্থানীয় জনগণ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং সহ-ব্যবস্থাপনা সংগঠন ।একাত্নতা প্রকাশ করে। সম্মিলিতভাবে এই সবুজায়ন রক্ষা করে আগামী প্রজন্মের জন্য স্বাস্থ্যকর,সমৃদ্ধশালী এবং বাসযোগ্য পরিবেশ সুনিশ্চিত হবে বলে এই সংস্থাটি বিশ্বাস করে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্মের জন্য এই মহতি উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ###