টেকনাফে উপজেলা চেয়ারম্যান পদে জাফর আহমদ ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম ও মর্জিনা এগিয়ে

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৮ মাস আগে

হুমায়ূন রশিদ : টেকনাফে সমাপ্ত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের নির্বাচনে ৫৯টি কেন্দ্রের ফলাফলে আনারস প্রতিকের জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতিকের সরওয়ার আলম এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মর্জিনা আক্তার ছিদ্দিকী বেসরকারীভাবে এগিয়ে রয়েছে।

২৯মে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ৫৯টি ভোট কেন্দ্রে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে নিশ্চিদ্র নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে। এরপর কেন্দ্রওয়ারী ফলাফল প্রকাশ হতে থাকে। সর্বশেষ উপজেলা কন্ট্রোলরোম হতে প্রকাশিত ৫৯টি কেন্দ্রের ফলাফলে উপজেলা চেয়ারম্যান পদে জাফর আহমেদ (আনারস-৫২৩৬৭) ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দি নুরুল আলম (টেলিফোন-৩৫৯০১) ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে সরওয়ার আলম (টিউবওয়েল -৩৯০৩৫) ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দি মৌওলানা রফিক উদ্দিন (মাইক-৩৫১৫৪) ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মর্জিনা আক্তার ছিদ্দিকী (ফুটবল-৬১৪০১) ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দি তাহেরা আক্তার মিলি (পদ্মফুল-১৮৩৮৪) ভোট পেয়েছেন।

উল্লেখ্য, টেকনাফ উপজেলায় ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের ৫৯টি ভোট কেন্দ্রের ভোটারেরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করল।

স্থানীয় সচেতন মহলের ভাষ্যমতে,সাবেক এমপি বদি স্থানীয় নির্বাচনে ভোটের ম্যাজিক ম্যান। দলমত কোন ব্যাপার না, সে চাইলে পছন্দের প্রার্থী, পোষ্টার লাগানো ব্যক্তি ও প্রশংসাকারীদের যেকোন সময়ে বিভিন্ন পদে আসীন করতে সক্ষম বলে বিভিন্ন ভোটের সময় প্রমাণ রেখেছে। এই নির্বাচনে সাবেক এমপি বদির অনুসারী প্রার্থীদের বিজয় তারই পরিবারে একক ক্ষমতাকে আরো বেগবান এবং দীর্ঘস্থায়ী করবে বলে আলোচনা শুরু হয়েছে। ###