গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে র্যাব সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্র নিয়ে নারীসহ ৩জনকে আটক করেছে।
সুত্র জানায়, ৪ সেপ্টেম্বর রাত সোয়া ৭টায় র্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেঃ মির্জা মাহাতাব নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে একটি চৌকষ আভিযানিক দল নিয়ে শালবাগান রোহিঙ্গা ক্যাম্প-২৬ এলাকায় অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবা, ১টি এলজিসহ জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের বি/৯ নং ব্লকের ৩৫৮নং রোমের বাসিন্দা সেকান্দর আলীর পুত্র মোঃ নুর ফয়েজ (৪৩),টেকনাফ কেরুনতলীর সাব্বির আহমদের পুত্র আবুল কালাম(২৯) ও পশ্চিম নয়াপাড়ার এনায়েতুল্লাহর স্ত্রী কহিনুর আক্তার (২৫) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃতদের অস্ত্র ও ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।