টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারী আটক

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।

র‌্যাব সুত্র জানায়, গত ১৯জানুয়ারী রাত ৭টারদিকে র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকের চালান বহনের সংবাদ পেয়ে টেকনাফ বরইতলী বায়তুর রহমান মামুর জামে মসজিদের সামনে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পের ৭৪নং বøকের বাসিন্দা মৃত আব্দুল জলিলের পুত্র মজিবুর রহমান (১৯) এবং মৃত ওয়াদুল হোসনের পুত্র মোঃ তৈয়ব (২১) কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশী করে ১৯হাজার ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক পাচারকারীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###