হুমায়ূন রশিদ : টেকনাফে নাফনদী সাঁতার কেটে মাদকের নিয়ে অনুপ্রবেশকালে ১০হাজার ইয়াবাসহ মায়ানমারের দুই রোহিঙ্গা নাগরিক বিজিবির হাতে গ্রেফতার হয়েছে।
সুত্র জানায়, ২৮নভেম্বর ভোররাত সাড়ে ৩টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৯ হতে প্রায় ৮শ গজ দক্ষিণ-পূর্ব দিকে জাহাঙ্গীরের জোড়া নামক এলাকা দিয়ে মায়ানমার হতে মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপির নৌ টহলদল কঠোর সর্তকতা অবলম্বন করে সীমান্ত পর্যবেক্ষণ জারি করে। কিছুক্ষণ পর ২জন ব্যক্তি নাফ নদীতে সাঁতরিয়ে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে প্রায় ৭শ গজ বাংলাদেশ অভ্যন্তরে জাহাঙ্গীরের জোড়ার দিকে আসতে দেখে। পরে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার সময় নাফ নদী হতে মায়ানমারের মন্ডু দারোগা পাড়ার কবির আহমদের পুত্র মোঃ আইমেস (২৫) এবং মাংগালার জাফর আলমের পুত্র মোঃ হাসান (১৮) কে আটক করতে সক্ষম হয়। পরে তল্লাশী করে চোরাকারবারীদের মধ্যে এক জনের কোমরে ফিটিং অবস্থায় ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উল্লেখ্য,আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা দীর্ঘদিন যাবত স্থানীয় কতিপয় মাদক কারবারী চক্রের যোগসাজশে টাকার বিনিময়ে মায়ানমার হতে ইয়াবা বাংলাদেশে পাচার করে আসছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ (পিএসসি) জানান, আটককৃত আসামীদের জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।###