টেকনাফে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন

মোহাম্মদ শফি :
২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এ উপলক্ষ্যে টেকনাফ উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশে মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স ঘোষনা করেছেন। ঘোষনা বাস্তবায়নে দেশব্যাপী আইন শৃংখলা বাহিনী মাদক বিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। টেকনাফ সীমান্ত ইয়াবা পাচারের প্রধান রুট হিসাবে ব্যবহৃত হওয়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসটি এখানে গুরুত্বের সাথে পালন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে সকাল ১০টায় র‌্যালী ও সাড়ে ১০টায় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জেলা প্রশাসক মো. কামাল হোসেন প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারন সম্পাদক কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার র‌্যাব-১৫ অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ, বিজিবি টেকনাফ দুই ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল ফয়সাল হাসান খান প্রমুখ। দিবসটি সফল করতে সাংবাদিকসহ মাদক বিরোধী সকল শ্রেনী পেশার মানুষকে কর্মসূচীতে অংশগ্রহনের আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।