মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে।
জানা যায়, ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টারদিকে টেকনাফ মডেল থানার এসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প সম্মুখ সড়ক থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও ২ রাউন্ড তাজা কার্তুজসহ বি-বøকের ১০৪১নং শেডের বাসিন্দা সিরাজুল ইসলামের পুত্র জিয়াউর রহমান (২২) কে আটক করে। আটক রোহিঙ্গা যুবককে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া নিশ্চিত করেন।
উল্লেখ্য, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে স্বশস্ত্র কয়েকটি গ্রুপ সক্রিয় হয়ে নানা অপতৎপরতা চালিয়ে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে আসছিল।