হুমায়ূন রশিদ : টেকনাফে সিএনজির ভেতরে অভিনব কায়দায় ফিটিং করে পাচারের সময় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবা ও সিএনজিসহ চালককে আটক করেছে।
সুত্র জানায়, ১৭ ডিসেম্বর সকাল ৯টারদিকে টেকনাফ ২বিজিবির শীলখালী মেরিন ড্রাইভ সংলগ্ন অস্থায়ী চেকপোস্টের জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারগামী সিএনজি থামিয়ে তল্লাশী করে চালকের সীটের নীচে অভিনব কায়দায় লুকানো ইয়াবার পুটলা উদ্ধার করে ৪লক্ষ টাকা মূল্যমানের সিএনজিটি জব্দ করে চালক টেকনাফ সদর ইউপির বটতলীর মোঃ নুরুল ইসলামের পুত্র নুর হোসেন (২৮) কে আটক করেন। জব্দকৃত ইয়াবার পুটলা গণনা করে ৪ হাজার ৮শ ৭০পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ১৪ লক্ষ ৬১হাজার টাকা।
ধৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।