টেকনাফে অবৈধ ২০ দোকান-পাট উচ্ছেদ ; জরিমানা আদায়

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শামসু উদ্দীন : টেকনাফ পৌরসভার সড়কের দু’পাশে অবৈধ ছোট বড় ২০টি দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এসময় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফ পৌরসভায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘টেকনাফকে যানজট মুক্ত করতে বেশ কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এসময় আরও ৮ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এর আগে মাইকিং করে অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু অবৈধ দখলকারীরা কেউ কথা শুনেনি। এ অভিযান অব্যাহত থাকবে।