টেকনাফে অপহৃত ২ভিকটিম উদ্ধার ; নারী-পুরুষসহ অ*প*হ*র*ণ চক্রের ৩জন গ্রেফতার

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ সপ্তাহ আগে

হুমায়ূন রশিদ : টেকনাফে প্রকাশ্য দিবালোকে যাত্রীবাহী সিএনজি হতে দুই রোহিঙ্গাকে অপহরণের ঘটনায় দায়েরকৃত মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ২ভিকটিমকে উদ্ধারের পর অপহরণে জড়িত ২জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে।

২৬ নভেম্বর সকাল পৌনে ১১টারদিকে টেকনাফ মডেল থানার এসআই (নিঃ) সনজীব কুমার পাল মামলার তদন্তে গেলে গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় মোবাইল-৭ ডিউটির অফিসার এসআই (নিঃ) ননী বড়ুয়া ও ফোর্সের সহায়তায় টেকনাফ সদর ইউপির ৩নং ওয়ার্ডস্থ মাঠ পাড়ার মুখে পাহাড়ে অভিযান চালিয়ে স্থানীয় জনতার সহায়তায় পুরান পল্লান পাড়ার নুরুচ্ছালাম প্রকাশ রং মিস্ত্রী নুরুল ইসলামের পুত্র সাইফুল (২২), মাঠ পাড়ার কবির আহমদের স্ত্রী মরিয়ম (৫০) এবং রবিউলের স্ত্রী নছিমা আক্তার (৩০) কে আটক করা হলেও এসময় অপরাপর অজ্ঞাতনামা আসামীরা পালিয়ে যায়। তাদের জিজ্ঞাসাবাদে উখিয়া উপজেলার বালুখালী এফডবিøউ রোহিঙ্গা ক্যাম্পের বøক নং-৪২ এর বাসিন্দা আবুল বাশারের পুত্র শামসু (৫০) এবং বালুখালী-২, ক্যাম্প-১১ এর বাসিন্দা আব্দু শুক্কুরের পুত্র আনিসুল আলম (২৮) কে উদ্ধার করা হয়।

উল্লেখ্য,গত ২৫ নভেম্বর সকাল সাড়ে ৯টারদিকে টেকনাফ সদর ইউপির ২বিজিবি ব্যাটালিয়নের পশ্চিমে মাঠ পাড়া রাস্তার মাথায় সড়কের উপর হইতে অজ্ঞাতনামা ৩জন যাত্রী রোহিঙ্গা নাগরিক অপহরণের ঘটনায় টেকনাফ মডেল থানার মামলা নং-৭৭/৬৮২, তারিখ-২৬নভেম্বর, ২০২৪ইং রুজু করা হয়। মামলাটি রুজু হওয়ার পর টেকনাফ থানার এসআই (নিঃ) সনজীব কুমার পালকে মামলাটি তদন্ত ভার অর্পন করা হয়। ঘটনাস্থলে তদন্তে গিয়েই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে ভিকটিমদের উদ্ধার করতে সফল হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান,এই মামলায় সংশ্লিষ্ট অপরাপর পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ###