টেকনাফে অনুর্ধ ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে হাতাহাতি-মারপিট

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago
আহত সেন্টমার্টিন দলের কয়েকজন খেলোয়ার

আরাফাত সানি/মো.শফি, টেকনাফ :
টেকনাফে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ ১৭) ফুটবল টুর্নামেন্টে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর বিকালে টেকনাফ পাইলট হাই স্কুল মাঠে টেকনাফ সদর ও সেন্টমার্টিন ইউনিয়ন দলের খেলায় এ ঘটনা ঘটে।

খেলার দর্শক ও সংশ্লিষ্ট দুই দলের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার টেকনাফ পাইলট হাই স্কুল মাঠে অনুর্ধ ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের খেলা চলছিল।
খেলার দ্বিতীয়ার্ধে সেন্টমার্টিন একাদশের এক খেলোয়ারের হাত গোল করার চেষ্টা করলে প্রতিপক্ষ খেলোয়াররা উত্তেজিত হয়ে উঠে। এসময় দুইদলের খেলোয়ারদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে সেন্টমার্টিন দলের প্রশিক্ষক খেলোয়ারদের শান্ত করার জন্য মাঠে নামলে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। এসময় সদর ইউনিয়নের খেলোয়ার ও দর্শক-সমর্থকরা সেন্টমার্টিন দলের খেলোয়ারদের উপর চড়াও হয়। এতে সেন্টমার্টিন দলের কয়েকজন খেলোয়ার আহত হন। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

খেলায় উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর ও আইন শৃংখলা বাহিনীর দায়িত্বে নিয়োজিত পুলিশ পরিস্থিতি শান্ত করেন। এঘটনায় দীর্ঘক্ষন খেলা বন্ধ থাকে। পরে ট্রাইব্রেকারে সেন্টমার্টিন একাদশ খেলায় জয়লাভ করে ফাইনালে উন্নীত হয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ জানান, বলে হাত লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের খেলোয়ার ও দর্শকদের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাটি মীমাংসা হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও মো. রবিউল হাসান জানান, তিনি খেলায় উপস্থিত ছিলেন না। তবে উপজেলা চেয়ারম্যানের মধ্যস্থতায় ঘটনাটি মীমাংসা করা হয়েছে বলে জানান তিনি।

দিনের অপর খেলায় টেকনাফ পৌরসভা একাদশ ২-১ গোলে জয়লাভ করলেও হ্নীলা দলের কর্মকর্তারা পৌরসভার খেলোয়ারদের বয়স নিয়ে লিখিত আপত্তি জানিয়েছেন।
70032741 2404653173099057 5197780485454954496 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এদিকে দর্শক-সমর্থকরা জানান, শুরু থেকেই নানা অনিয়ম ও বিশৃংখলার মধ্য দিয়ে টুর্নামেন্টটির খেলা চলছিল। এতে স্বজনীপ্রীতি, বয়সের তারতম্য, রেফারীদের অনিয়ম, ক্রীড়া সংস্থার গাফিলতিসহ নানা অভিযোগ উঠে আসে। এনিয়ে দর্শক ও সমর্থকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।