বার্তা পরিবেশক : টেকনাফের হ্নীলায় বড় ভাইয়ের জমি কুক্ষিগত করতে মাদকসেবী ছোট ভাইয়ের নানা অপতৎপরতা অতিষ্ট হয়ে থানায় অভিযোগ প্রদানের খবর পাওয়া গেছে। এব্যাপারে টেকনাফের হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার লোকমান হোসেনের ছেলে বড় ভাই নুরুল আলম বাদী হয়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী ছোট ভাই সরোয়ার আলম ও তার স্ত্রী সাবেকুন্নাহারের বিরুদ্ধে মঙ্গলবার টেকনাফ থানায় লিখিত অভিযোগ প্রদান করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নুরুল আলম ও সরোয়ার আলমের মা এর মালিকানা ও ভোগদখলীয় ২৫ শতক জমি দুই ভাইকে দশ শতক করে ও এক বোনকে ৫ শতক জমি স্টাম্প মূলে হস্তান্তর করেন। কিন্তু বড় ভাই নুরুল আলম প্রবাসে থাকার সুবাধে পুরো ২৫শতক জমির উপর লোলুভ দৃষ্টি পড়ে মাদকসেবী ছোট ভাই সরোয়ার আলমের। সে নানা ভাবে জমি দখল করতে তৎপরতা শুরু করে। একপর্যায়ে বড় ভাই প্রবাস থেকে ফিরে স্থানীয় মেম্বারের কাছে শালিস বিচার প্রার্থনা করলে ছোট ভাই সরোয়ার আলম সে বিচারও অমান্য করে। এ নিয়ে ছোট ভাইয়ের সাথে বিভিন্ন সময় বাক বিতন্ডা হতে থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ অক্টোবর) সরোয়ার আলম ও তার স্ত্রী সাবেকুন্নাহার জমিতে ঘেরা বেড়া দিয়ে দখলে নেওয়ার চেষ্টা করলে বড় ভাই নুরুল আলম তাতে বাঁধা প্রদান করলে তাকে ও পরিবারের অন্য সদস্যদের হত্যার হুমকি দেয় ও মারধরের চেষ্টা করে।
এ ঘটনায় নুরুল আলম বাদী হয়ে টেকনাফ থানায় লিখিত অভিযোগ প্রদান করেছেন। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সরোয়ার আলম একজন মাদকসেবীই শুধু নন একজন মাদক ব্যবসায়ীও। তার অত্যাচারের ভয়ে রাতের বেলা ওই এলাকা দিয়ে মানুষের চলাফেরাও কষ্টদায়ক হয়ে পড়ে বলে জানিয়েছেন তারা।
এব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার হ্নীলা ৫ নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিনের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি জমা সংক্রান্ত বিষয়ে বড় ভাই নুরুল আলম ইউপি কার্যালয়ে বিচার প্রার্থনা করে কিন্তু ছোট ভাই সরোয়ার আলম সেই বিচার না মানায় উক্ত সমস্যাটি সমাধান করা যায়নি।