Monday, January 17, 2022
Homeটপ নিউজটেকনাফের হ্নীলায় পুলিশের হাত ফসকে পালিয়ে গেল ডাকাতি ও অস্ত্র মামলার আসামী

টেকনাফের হ্নীলায় পুলিশের হাত ফসকে পালিয়ে গেল ডাকাতি ও অস্ত্র মামলার আসামী

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ |
টেকনাফে পুলিশের হাত ফসকে পালিয়ে গেল ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামী এক ইয়াবা ব্যবসায়ী।
শনিবার ৮ অক্টোবর সন্ধায় হ্নীলা ইউনিয়নের পানখালী সড়কের দারুস সুন্নাহ মাদ্রাসা সংলগ্ন আব্দুর রহমানের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, পশ্চিম সিকদার পাড়া এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সৈয়দ আহমদ প্রকাশ সৈয়তুর ছেলে ইয়াবা ব্যবসায়ী মোঃ শাহিন (২৫) কে আটকে অভিযান চালায় টেকনাফ থানার সহকারী উপ পরিদর্শক আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় শাহীনের সহযোগী হোয়াকিয়া পাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ নুর, মৃত কামালের ছেলে দুই সহোদর ইউনুচ ও জামাল, পশ্চিম সিকদার পাড়ার মৃত মনজুরের ছেলে বাহাদুর, আবু বক্করের ছেলে রহিমসহ কয়েকজন মিলে পুলিশের সাথে ধস্তাধস্তি করে শাহীনকে নিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে এএসআই আলমগীর হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, শাহীনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ কয়েকটি মামলা রয়েছে। উক্ত মামলার গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতারে অভিযান চালায়। এসময় সে পুলিশ দেখে পালিয়ে যায়। তবে ধস্তাধস্থির কথা তিনি সঠিক নয় বলে জানান।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments