হ্নীলা ইউপি উপনির্বাচনে সাবেক সাংসদ পুত্র রাশেদ মাহমুদ আলী নৌকা প্রতীকে বেসরকারীভাবে নির্বাচিত : স্বতন্ত্র দুই প্রার্থীর ভোট বর্জন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসাইন, ফরিদুল আলম : হ্নীলা ইউপি উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ শেষে ঘোষিত ফলাফলে সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর পুত্র নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ মাহমুদ আলী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে।
পূর্ব ঘোষণানুসারে ২৫জুলাই সকাল ৯টা হতে হ্নীলা ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষে গণনার পর বেসরকারীভাবে কেন্দ্র ওয়ারী ফলাফল ঘোষণা করা হয়। এতে (১) আলী আকবর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-২৬০, মোটর সাইকেল-১১৮৯,আনারস-৯২,(২) নাইক্ষ্যংখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৩৭৩, মোটর সাইকেল-১০০১,আনারস-৪৬,(৩)হ্নীলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-২৭৫৬, মোটর সাইকেল-৯৮,আনারস-১০৯,(৪) পানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-৪০০, মোটর সাইকেল-৮১,আনারস-১৩৪৫,(৫) সুফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-১৪৭১,মোটর সাইকেল-৯৬,আনারস-৪৮৬,(৬) উলুচামরী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-১১৬০,মোটর সাইকেল-১৭৯,আনারস-২৪৩,(৭) রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-১৪১২,মোটর সাইকেল-৩১১,আনারস-৩৫২,(৮)লেদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা-১৭১১,মোটর সাইকেল-২২৩,আনারস-৩৩২,(৯)জাদিমোরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা-১৩৮১,মোটর সাইকেল-১৫২, আনারস-১৮৩ ভোট পেয়েছেন। প্রাপ্ত ভোট পর্যালোচনা করে নৌকা প্রতীক ১০হাজার ৯শ ২৪ ভোট, মোটর সাইকেল ৩হাজার ৩শ ৩০ ভোট এবং আনারস ৩হাজার ১শ ৮৮ভোট পেয়েছেন। এতে নৌকা ১ম,মোটর সাইকেল ২য় এবং আনারস ৩য় স্থান হয়েছেন।
টেকনাফ উপজেলা নির্বাচনী কর্মকর্তা মো. বেদারুল ইসলাম জানান, শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকের চেয়ারম্যান পদে ১০হাজার ৯শ ২৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী এ্যডভোকেট জাহাঙ্গীর আলম (মোটর সাইকেল)৩হাজার ৩শ ৩০ ভোট ও অপর স্বতন্ত্র জালাল উদ্দিন চৌধুরী (আনারস) ৩হাজার ১শ ৮৮ভোট পেয়ে ভোট পেয়েছেন।

তবে হ্নীলা ইউপিতে প্রতিদ্বদ্ধী দুই স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের জালাল উদ্দিন চৌধুরী ও মোটর সাইকেল প্রতীকের এ্যডভোকেট জাহাঙ্গীর আলম বিকাল ৩টার দিকে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষনা দেন।