টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে দিনে দুপুরে সিএনজি টেক্সী চুরির ঘটনা ঘটেছে। এতে জড়িত সংঘবদ্ধ চক্রটিকে চিহ্নিত করা গেলেও চুরি যাওয়া সিএনজিটি উদ্ধার করা যায়নি। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিএনজিটির মালিক সাবরাং খয়রাতি পাড়ার মোস্তফা খাতুন।
তিনি জানান, গত ১৭ ডিসেম্বর তার মালিকানাধীন কক্সবাজার থ-১১-৩০৭৯ নাম্বারের সিএনজি টেক্সীটি চালক যথারীতি অন্যান্য দিনের মতো বাড়ি থেকে বের করে ভাড়ায় যাত্রী পরিবহনের জন্য বের হন। বিকাল ৪টার দিকে সে মোবাইলে জানান, সাবরাং সিকদার পাড়া বাজারে সড়কের পাশে গাড়িটি পার্কিং করে চা পান করতে গিয়ে ফিরে এসে দেখতে পান সিএনজিটি যথাস্থানে নেই। এ খবর পেয়ে তিনি আত্মীয় স্বজনকে সাথে নিয়ে সিএনজি মালিক সমিতির লোকজনসহ খোঁজা খুঁজি করে জানতে পারেন টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবির পাড়া এলাকার বশত করিম ও তার ছেলে হাবিব উল্লাহ, মোঃ রফিকসহ একটি সংঘবদ্ধ চক্র সিএনজি টেক্সীটি চুরি করে অজ্ঞাত স্থানে সরিয়ে রাখেন। সংঘবদ্ধ চক্রটিকে চিহ্নিত করা গেলে তারা সিএনজিটি ফিরিয়ে দেবে বলে আশ্বাস দেয়। কিন্তু নানা বাহানায় ৩ দিন সময় অতিবাহিত করার পর তারা সিএনজিটি ফেরত দেয় নি। শেষ পর্যন্ত সিএনজি টেক্সীটি উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহন করছেন বলে জানিয়েছেন এর মালিক মোস্তফা খাতুন। তিনি আরো জানান, তার স্বামীর প্রবাস থেকে পাঠানো টাকায় তিনি বছর দুয়েক আগে জনৈক শব্বির আহমদের কাছ থেকে সিএনজিটি ক্রয় করে ভাড়ায় চালিত করে আসছিলেন।