টেকনাফের সাবরাংয়ে ইয়াবার চালান লুটের ঘটনায় তোলপাড়

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ দক্ষিণ প্রতিনিধি : টেকনাফের সাবরাংয়ে ইয়াবার চালান লুটের ঘটনায় তোলপাড় চলছে।
এঘটনায় লুটে জড়িতদের আটকে চেষ্টা চলছে বলে জানা গেছে।

টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইল পাড়া এলাকা থেকে ৪০০০০পিস ইয়াবা সহ ২জন কে আটক করে পুলিশ। তবে এসময় আরো ৫০ হাজার ইয়াবা লুট করে স্থানীয় কতিপয় যুবক।

টেকনাফে মাছ শিকারী জেলের ভানধরে ঝুঁড়ির ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান,গত ৮জানুয়ারী(শুক্রবার)রাত পৌনে ১২টারদিকে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সাবরাং ইউনিয়নের ডেইল পাড়ায় অভিযান চালিয়ে জেলের বেশ ধারণ করে ঝুঁড়িতে করে পাচারের ৪০হাজার পিস ইয়াবাসহ হোয়াইক্যং কাঞ্জর পাড়ার মোঃ জাকারিয়ার পুত্র নূরুল ইসলাম প্রকাশ নূর ইসলাম (৩০) ও টেকনাফ পৌর এলাকার খানকার ডেইলের মৃত মোঃ শাব্বির আহমদের পুত্র জামাল হোসেন (৩৫) কে আটক করে।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি মোঃ হাফিজুর রহমান নিশ্চিত করেন।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চল্লিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করছে ২জন জেলে মাছ ধরে আসার সময় এলাকা বাসি সন্দেহ করে তাদের তল্লাশি করে এই সময় তাদের কাছ থেকে ইয়াবা পাওয়া যাই পরে এলাকাবাসী তাদের মেম্বার কে ডেকে এনে আটক হওয়া ২ব্যক্তিকে মেম্বারের কাছে তুলে দেই মেম্বার পুলিশকে জানানোর পর গঠনাস্থলে এসে আসামিদের কে থানায় নিয়ে যায় ।

এলাকাবাসীর অভিযোগ তাদের কাছে নইব্বয় হাজার ইয়াবা ছিল। আসামিদের কে জিজ্ঞাসাবাদ করে তারা শিকার করে তাদের কাছে নইব্বয় হাজার পিস ইয়াবা ছিল এলাকার কিছু প্রভাশালি ব্যক্তি মিলে বাকি ৫০হাজার পিস ইয়াবা লুকিয়ে পেলে অভিযোগ উঠেছে এই নিয়ে এলাকায় ভাগ বাটোয়ারা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জাফরের ছেলে জিয়াবুলের নেতৃত্বে বাকি ৫০ হাজার ইয়াবা লুট হয় বলে জানা গেছে।

স্থানীয় ইউপি মেম্বার শরীফ হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, বাকি ইয়াবা উদ্ধার ও জড়িতদের আটকে স্থানীয়দের সহায়তায় চেষ্টা চলছে। ইয়াবা উদ্ধার করা গেলে থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।