নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
কক্সবাজারের টেকনাফে একজন শীর্ষ মানব পাচারকারী পুলিশের হাতে আটক হয়েছে। টেকনাফের শাহপরীর দ্বীপের এই শীর্ষ মানবপাচারকারী একাধিক মামলার পলাতক আসামী। তার নাম নুর হাকিম প্রকাশ নুর হাকিম মাঝি। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার মৃত গনু মিয়ার ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দীন খান জানান, শনিবার সকাল ১১ টায় থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দলের অভিযানে তিনি আটক হন। পুলিশ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মানবপাচারকারী নুর হাকিম কে নিজ বাড়ি থেকে আটক করে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মানবপাচারের একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য যে, গত কয়েক বছর আগে টেকনাফ শাহপরীর দ্বীপ এলাকা থেকে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া মানবপাচার করা হয়। এতে নুর হাকিম মাঝি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাচারের সাথে জড়িত ছিল। ঐ সময় তার নেতৃত্বে শত শত লোক মালয়েশিয়া পাচার করা হয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।